Good Neighbors Bangladesh | Child Rights | OVC
একজন ব্যক্তির স্বদইচ্ছাই একটি সম্প্রদায়কে গড়ে তুলতে পারে। ছোট বড় সকল সমস্যায় প্রয়োজন একক প্রচেষ্টা। শিশু শ্র্রম ও শিশু বিবাহ বাংলাদেশে একটি জাতীয় সমস্যা যেটি রাষ্ট্রও স্বীকৃতি দিয়েছে। আমরা (জিএনবি) শিশুকে কেন্দ্র করে তার পরিবারের উন্নয়ন ও সামাজিক সমস্যা মোকাবেলায় কাজ করছি, আপনিও আমাদের সাথে সম্পৃক্ত হউন সমাজ উন্নয়নে আপনিও ভূমিকা রাখুন।
আমরা চাইলেই পারি প্রতিটি শৈশবকে সম্ভাবনার কাছে পৌছে দিতে Good Neighbors Bangladesh Good Change for the World
#GNB #GNBangla #GoodChange #ChildRights #SDG #MassAwareness #Campaign #ChildRightsCampaign
Please follow and like us: