নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গুড নেইবারস বাংলাদেশ এর ১৭ টি কমিউনিটি ডিভেলপমেন্ট প্রজেক্ট।
যার মধ্যে বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান অন্যতম।
“শোকাবহ ১৫ই আগস্ট”
প্রিয়ন্তী বড়ুয়া (জিএনবি যুব পরিষদের সদস্য)
এদেশেরই স্বাধীনতা মেনে নিতে পারলো না যারা
তাইতো তারা ওতপেতে ছিলো
কেড়ে নিতে বাঙ্গালির সেই মহান নেতা;
কতশত পরিকল্পনা সাজিয়েছিলো এক ভয়ংকর ষড়যন্ত্র,
অবশেষে বাস্তবায়ণ হলো দেশদ্রোহীদের সেই ষড়যন্ত্র,
কত কষ্ট দিয়ে মারলো তারা জাতির পিতাকে,
কেড়ে নিলো বাঙ্গালি জাতির বঙ্গবন্ধুকে;
এইদিনেতে বাঙালি হারালো তাদের প্রাণপ্রিয় নেতা,
বঙ্গবন্ধুর সোনার বাংলা থমকে গেলো এই শোকে,
বাঙ্গালির চোখে অশ্রু ছিলো,
ছিলো জাতির পিতাকে হারানোর শোক;
তাইতো, ১৫ই আগস্ট বাঙ্গালির জাতির মনে বেদনাবিধুর দিন।
ইতিহাসের পাতায় ১৫ই আগস্ট হলো কালো অধ্যায়ের দিন।
বাঙ্গালী আজও শ্রদ্ধা করে তোমায় প্রাণ ভরে,
তুমিই তো বাঙ্গালী জাতির সেই প্রাণপ্রিয় নেতা।
তোমার দেখা সোনার বাংলা এগিয়ে চলেছে নিজ গন্তব্যে।
Please follow and like us: