School Teacher

গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংস্থা। গুড নেইবারস বাংলাদেশের মিশন হলো শিশু উন্নয়ন, শিক্ষা, কমিউনিটি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন, গ্রীন গ্রোথ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিতরণের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠির বিশেষ করে শিশুদের জীবন যাত্রার মান উন্নয়ন করি। দুর্দশাগ্রস্থ শিশুদের মনে আশার আলো ছড়াতে শিশুকে কেন্দ্র করে তার পরিবার উন্নয়নে জিএনবি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। বর্তমানে জিএনবি বাংলাদেশে ১২টি জেলায় ১৬টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ৫টি বিশেষ প্রোগ্রাম বিশিষ্ট প্রজেক্ট পরিচালনা করছে।

গুড নেইবারস জাতিসংঘের ইকোসক-এর কনসাল্টেটিভ স্ট্যাটাসযুক্ত সদস্য এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০০৭ সালে জাতিসংঘ কর্তৃক এমডিজি২ সনদ লাভ করে।

গুড নেবারস বাংলাদেশ (জিএনবি) বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয় নিম্নে উল্লেখিত পদের জন্য উপযুক্ত কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে।

পদের নাম ও সংখ্যা :   ক। প্রধান শিক্ষক (১)      খ। ইংরেজি শিক্ষক (১)         গ। গনিত শিক্ষক (১)        ঘ।  বাংলা শিক্ষক (১)

 

ক্রমিক নম্বর পদ প্রয়োজনীয়তা
প্রধান শিক্ষক যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের (বি.এড/এম.এড) স্নাতকোত্তর অগ্রাধিকার দেয়া হবে।

বয়স: ৩৫-৪৫ (৫ বছরের অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স শিথীলযোগ্য)

ইংরেজি শিক্ষক যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিভাগের উপর স্নাতক/স্নাতকোত্তর (বি.এড/এম.এড প্রাপ্ত প্রার্থি অগ্রাধিকার দেয়া হবে)।

বয়স: ৩০-৪০ (৩ বছরের অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স শিথীলযোগ্য)

গণিত শিক্ষক যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত/ব্যবসা শিক্ষা বিভাগের উপর স্নাতক/স্নাতকোত্তর (বি.এড/এম.এড প্রাপ্ত প্রার্থি অগ্রাধিকার দেয়া হবে)।

বয়স: ৩০-৪০ (৩ বছরের অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স শিথীলযোগ্য)

বাংলা শিক্ষক যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর

বয়স: ৩০-৪০ (৩ বছরের অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স শিথীলযোগ্য)

কর্মস্থল: বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়, খানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর

চুক্তি তথ্য:

বেতন: আলোচনা সাপেক্ষে

সময়কাল: ১ বছর ( মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ণযোগ্য)

দায়িত্ব/কর্তব্য:

প্রধান শিক্ষক

  • শিক্ষা প্রদানে কার্যকর সহযোগিতা,গুনগত মান এবং বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে প্রধান ভূমিকা রাখতে হবে।
  • অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ, সরকারি অফিস এবং পাবলিক পরিক্ষায় ১০০%  পাশের হার নিশ্চিতকল্পে কাজ করতে হবে।
  • শিক্ষকদের তদারকি করা এবং শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করা।
  • শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রেখে সঠিক ভাবে টিম ম্যানেজমেন্ট পরিচালনা করা

সহকারী শিক্ষক (ইংরেজী/গণিত/বাংলা): 

  • শিক্ষা প্রদানে কার্যকর সহযোগিতা, গুণগত মান এবং সহায়ক ভূমিকা রাখতে হবে।
  • অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ, সরকারি অফিস এবং পাবলিক পরিক্ষায় ১০০% পাশের হার নিশ্চিতকল্পে কাজ করা।
  • শিক্ষক হিসেবে শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করা।
  • শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রেখে সঠিক ভাবে টিম ম্যানেজমেন্ট পরিচালনা করা
আবেদন  পদ্ধতি:

নির্ধারিত ফরমেটে  আবেদন করতে হবে, আবেদনপত্রটি ই-মেইল করুন: hrdedu21@gmail.com

প্রধান শিক্ষক পদের জন্য আবেদনের শেষ তারিখ ১৩/০২/২০২১

অন্যান্য শিক্ষক পদের জন্য আবেদনের শেষ তারিখ ২০/০২/২০২১

  • ই-মেইল এ সাবজেক্ট লাইনে পদের নামটি উল্লেখ করুন।
  • নির্ধারিত ফর্ম্যাটে আবেদন না করলে আপনার আবেদনটি বাতিল ঘোষনা করা হবে।

কেবল মাত্র তালিকা ভুক্ত প্রার্থীদেরকেই মূল্যায়ন পরীক্ষার জন্য ডাকা হবে।

নারী প্রার্থীদেরকে বিশেষ ভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

Career at GNB

বিদ্যালয়ের ঠিকানা-

বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়

বাতাসন, মুরারীপুর,বোচাগঞ্জ,দিনাজপুর

নিয়োগ পরীক্ষার আগে বা পরে, টেলিফোনের মাধ্যমে সুপারিশ করলে সে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে।

গুডনেইবারস্ বাংলাদেশ শিশু ও নারীর অধিকার নিয়ে সচেতন এবং যে কোন ধরনের যৌন নির্যাতন ও শোষনের জন্য “জিরো টলারেন্স” নীতি পালন করে।