পুরাতন যন্ত্রপাতি নিলামে বিক্রয়ের নির্দেশাবলী ও আবেদন পত্র
গুড নেইবারস বাংলাদেশ, সিরাজগঞ্জ সিডিপি- কাঠের জিনিস তৈরি করার (Wood Workshop-এর) ১৯টি আইটেমর পুরাতন যন্ত্রপাতি নিলামে বিক্রয় করার জন্য দরপত্র আহবান করতে যাচ্ছে। উক্ত আইটেমর যন্ত্রপাতিগুলো গত ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে ব্যবহারের নিমিত্তে ক্রয় করা হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানে এই যন্ত্রপাতিগুলোর কোন ব্যবহার না থাকার কারনে নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নিলামক্রত যন্ত্রপাতিগুলোর নাম:
ক্র.নং |
যন্ত্রপাতির নাম | সংখ্যা |
বর্তমান অবস্থা |
১ | সারফেজ প্লানার | ২ | ব্যবহারের উপযোগী |
২ | থিকনেস প্লানার | ২ | ব্যবহারের উপযোগী |
৩ | টেবিল স | ১ | ব্যবহারের উপযোগী |
৪ | ভার্টিকাল ব্যান্ড স | ২ | ব্যবহারের উপযোগী |
৫ | ডাস্ট কালেক্টর | ১ | ব্যবহারের উপযোগী |
৬ | বেল্ট সেন্ডার | ২ | ব্যবহারের উপযোগী |
৭ | ড্রিল মেশিন | ১ | ব্যবহারের উপযোগী |
৮ | ড্রিল বিট | ১ | ব্যবহারের উপযোগী |
৯ | সারকুলার স মেশিন | ১ | ব্যবহারের উপযোগী |
১০ | মিটার স মেশিন | ১ | ব্যবহারের উপযোগী |
১১ | মাস্টেম | ১ | ব্যবহারের উপযোগী |
১২ | গ্রান্ডিং মেশিন | ২ | ব্যবহারের উপযোগী |
১৩ | ভাইস (ক্রিম ফেস) | ১ | ব্যবহারের উপযোগী |
১৪ | টেবিল ভাইস (হেভি ক্রিম) | ১ | ব্যবহারের উপযোগী |
১৫ | অরবিটাল সানডার | ১ | ব্যবহারের উপযোগী |
১৬ | উড ক্লিপ (পেসার) | ১ | ব্যবহারের উপযোগী |
১৭ | জিওমেট্রিক্স মিটার সেট | ১ | ব্যবহারের উপযোগী |
১৮ | প্রেসিসন মিটার সেট | ১ | ব্যবহারের উপযোগী |
১৯ |
উড মাল্টিপেল ওয়ার্কিং টেবিল |
১ |
ব্যবহারের উপযোগী |
দরপত্র প্রদানের শর্তাবলী:
১) প্রত্যেক ঠিকারদারগণ নিজ নামে নির্ধারিত তারিখ (২০ জুলাই ২০২২ রোজ- বুধবার) বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন/দরপত্র প্রদান করতে হবে।
২) প্রত্যেক ঠিকারদারগণ নিজ নিজ নামে উল্লেখিত সকল (১৯টি) আইটেমের যন্ত্রপাতির জন্য একসাথে দরপত্র প্রদান করতে হবে। এক্ষেত্রে, এককভাবে কোন আইটেমের উপর আবেদন/দরপত্র গ্রহণযোগ্য নয়।
৩) আবেদন/দরপত্র জমাদানের পদ্ধতি: সরাসরি- বরাবর, প্রকল্প ব্যবস্থাপক, গুড নেইবারস বাংলাদেশ, সিরাজগঞ্জ সিডিপি – ঘুরকা (বেলতলা), রায়গঞ্জ, সিরাজগঞ্জ। অথবা, ইমেইল: raymond@gnbangla.org
৪) আবেদনের/দরপত্রের জন্য কোন পে-অর্ডার করার প্রয়োজন নেই।
৫) প্রত্যেক ঠিকারদারগণ নিজের পূর্ণাঙ্গ নাম, যোগাযোগের বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর এবং ভোটার আইডি কার্ড সহ আবেদন/দরপত্র প্রদান করতে হবে।
৬) আবেদনকৃত সকল আবেদনপত্র/দরপত্র কেবলমাত্র অফিস কর্তৃপক্ষ কর্তৃক খোলা এবং যাচাই-বাচাইয়ের সকল প্রকার কাজ সম্পন্ন করা হবে। এক্ষেত্রে আবেদনকৃত ঠিকাদারগণের উপস্থিতর কোন প্রয়োজন নেই।
৭) আবেদনক্রত সকল ঠিকাদারগণের মধ্যে যিনি সর্বোচ্চ দরদাতা হবেন, শুধুমাত্র তাহাকেই নির্ধারিত সময়ের মধ্যে নগদ অর্থ পরিশোধের মাধ্যমে উল্লেখিত আইটেমের যন্ত্রপাতি গ্রহণের জন্য ডাকা হবে।
৮) নির্বাচিত ঠিকাদার আবেদনকৃত টাকার সমপরিমাণে টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে, এমন কি কোন কারনে ব্যর্থ হলে অফিস কর্তৃপক্ষ পরবর্তী সর্বোচ্চ দরদাতাকে নির্বাচন করতে পারবে। এক্ষেত্রে পুনরায় দরপত্র আহ্বানের কোন প্রয়োজন নেই।
৯) নির্বাচিত ঠিকাদার উল্লেখিত যন্ত্রপাতি গ্রহণ/বুঝিয়া পাওয়ার পূর্বে নির্ধারিত সমপরিমাণে টাকা নগদে প্রদান করার পর সমস্ত যন্ত্রপাতি অফিস কর্তৃপক্ষ বুঝিয়ে দিবেন। এক্ষেত্রে কোন টাকা বকেয়া থাকা চলবে না।
১০) সমস্ত যন্ত্রপাতি অফিস কর্তৃপক্ষের নিকট হইতে বুঝিয়ে নেওয়ার পর কোন যন্ত্রপাতি বা পরিশোধিত টাকা ফেরৎ নেওয়া যাবে না।
Attachments |
Tender Application Form |
Equipment’s Photos |
“গুড নেইবারস বাংলাদেশ- শিশু ও নারীর অধিকার নিয়ে সচেতন এবং যে কোন ধরণের যৌন শোষণ ও নির্যাতনের জন্য আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।”