মাওয়াজ এর চোখে এখনও স্বপ্ন আছে
“মাওয়াজ এর চোখে এখনও স্বপ্ন আছে”
— সাত বছরের একটি শিশুর বেঁচে থাকার আকুতি
সাত বছর বয়স, এই বয়সে শিশুরা স্কুলের মাঠে দৌড়ায়, বইয়ের পাতায় রঙ খোঁজে, বন্ধুদের সাথে খেলায় মেতে থাকে। কিন্তু মেহেরপুরের বাগোয়ান গ্রামের ছোট্ট মাওয়াজ মোল্লা (মানিক) আজ শুয়ে আছে হাসপাতালে, নিঃশব্দ, নিথর, চোখে একরাশ স্বপ্ন আর যন্ত্রণার ছাপ নিয়ে।
মাওয়াজ এর জন্ম মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের একটি দরিদ্র পরিবারে। বাবা আলমগীর মোল্লা বর্তমানে একজন প্রবাসী শ্রমিক, মাসিক আয় খুবই সামান্য যার অধিকাংশ পরিবারের ৫ জন সদস্যের ভরণ পোষণেই চলে যায়। মা মোছা: মিলিয়ারা একজন গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে মাওয়াজ মেঝো, তাঁর যমজ আরেক ভাই নিওমেক্লিয়া রোগে আক্রান্ত, তিন মাস পরপর রক্ত দিতে হয়; বড় ভাই পড়াশুনা করে।
মাওয়াজ ছিল চঞ্চল, প্রাণবন্ত আর স্বপ্নে ভরা। ওর স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হওয়ার, ছোট্ট মাওয়াজ বলতো, “আমি বড় হয়ে ডাক্তার হবো, মানুষকে সুস্থ করব।” কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে হঠাৎ তার জীবন থেমে যেতে বসে। প্রথমে মাথা ঘোরা, দুর্বলতা, বমি ধীরে ধীরে দেখা দেয় অস্বাভাবিক উপসর্গ। অবশেষে ডাক্তার জানান, তার মস্তিষ্কে একটি টিউমার, যেটা হতে পারে intraventricular meningioma বা ependymoma—একটি জটিল ব্রেইন টিউমার।
জানুয়ারিতে একটি বড় অপারেশন হয়েছে। এরপরও চলতে থাকে হাসপাতালে দৌড়ঝাঁপ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, আর.এ খান মডার্ন হাসপাতাল, আল–মানার হাসপাতাল। চিকিৎসকরা বলছেন, মাওয়াজের আবারও অপারেশন দরকার। প্রয়োজন আরও চিকিৎসা, ওষুধ, টেস্ট আর দীর্ঘ ফলোআপ।
এখন পর্যন্ত প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। মাওয়াজের পরিবার আর পারছে না। সামনে দরকার আরও ২ লাখ টাকার অধিক। এই অর্থ না হলে হয়তো থেমে যাবে মানিকের স্বপ্ন। বন্ধ হয়ে যাবে তার ডাক্তার হওয়ার পথ।
মাওয়াজ এর চিকিৎসার জন্য এখনো অনেক টাকার প্রয়োজন। আমাদের পারিবারিক অস্বচ্ছলতার কারণে, এত টাকা জোগাড় করতে সমস্যায় পড়তে হচ্ছে। আমি সকলের সহযোগিতা চাই আমি চাই আমার ছেলে যেন বাঁচে, যেন আবার স্কুলে যেতে পারে। মানিক মাঝে মাঝে একটু কথা বলে, আর বলে মা, আমি আর খেলতে পারবো না? – মাওয়াজ এর মা
এই প্রশ্নের উত্তর আমরা কি তাকে দিতে পারি?
আজ আমরা যারা সামর্থবান আছি আমরা কি পারি না-একটি শিশুর জীবন বাঁচাতে, একটি পরিবারের কান্না থামাতে, একটি স্বপ্নকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে?
আমরা কি পারি না এই ৭ বছরের মাওয়াজের পাশে দাঁড়াতে?
আপনার ছোট্ট একটি সহায়তা মাওয়াজের জন্য হতে পারে জীবন ও মৃত্যুর ব্যবধান।
চলুন, হৃদয় দিয়ে পাশে দাঁড়াই। মাওয়াজকে ফিরিয়ে দিই তার শৈশব, তার স্কুল, তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ।
আপনার অনুদান আমাদেরকে পাঠাতে বিকাশ পেমেন্ট করতে পারেন 01708-452092 [মার্চেন্ট]
Children Name: Mawaz Molla
Sponsorship ID: BGD-0108-003562
Meherpur CDP